Wellcome to National Portal
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০২৪

‘মগ্ন চৈতন্যের সিনেমা-নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-09-22

 

আজ বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর উদ্যোগে ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় ‘মগ্ন চৈতন্যের সিনেমা-নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ‍বিসিটিআই-এর প্রধান নির্বাহী জনাব ফায়জুল হক সেমিনারটির উদ্বোধন করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জনাব এন রাশেদ চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনেমাটোগ্রাফার  ও বিসিটিআই এর শিক্ষক জনাব মাজহারুল রাজু,  বিসিটিআই-এর পরিচালক জনাব মো. জাহিদুল ইসলাম। এছাড়া অনলাইনে জুমের মাধ্যমে সেমিনারটিতে যুক্ত ছিলেন বিসিটিআই এর প্রাক্তন শিক্ষার্থী, চলচ্চিত্রকর্মী ও শিক্ষক জনাব সাজেদুল ইসলাম এবং জনাব দেবাশীষ দাশ। বিসিটিআই-এর উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোঃ মোকছেদ হোসেন সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।  সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিসিটিআই-এর শিক্ষার্থীবৃন্দ, প্রাক্তনী সংসদের সদস্য এবং বিসিটিআই-এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।